দেশে এসেছে হাদিসুরের মরদেহ

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রয়েট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ দুপুরে দেশে এসে পৌছেছে।
রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দরে তুষারপাতের কারণে বাতিল হয় পূর্বনির্ধারিত ফ্লাইট। তার্কিশ এয়ারলাইনসের পরিবর্তিত ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে আজ সোমবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে নিহতের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (১৩ মার্চ) টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক দেশে ফেরার তিন দিন পর রোববার দুপুরে টার্কিশ এয়ারলাইনসের কার্গো বিমানে হাদিসুর রহমানের মরদেহ দেশে আসার কথা থাকলেও তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হয়।
এর আগে শুক্রবার রাত ১২টার দিকে হাদিসুরের মরদেহ রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দরে পৌঁছায়।
মরদেহ ফেরানোর জন্য আগেই পরিবারের সম্মতিপত্র হাতে পেয়েছে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস।
বাংলাটিভি/ সাকিব