
বাজার স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ভোক্তাদেরও তাদের অধিকার রক্ষার বিষয়ে সচেনত থাকতে হবে। সাদমান সাকিবের প্রতিবেদন।
বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্নাঢ্য র্যালির বের করা হয়।পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
এসময় ভোক্তাদেরও নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহবান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোন ব্যবসায়ি যদি পণ্যের অতিরিক্ত দাম রাখে তাহলে 16121 নম্বরে ফোন করে অভিযোগ দেয়া যাবে।আলোচনায় বক্তারা ব্যবসায়ীদেরকেও অতিমুনাফা লাভের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহবান জানান।
বাংলাটিভি/শহীদ