সারাদেশে বিশুদ্ধ পানি নিশ্চিতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভূ-গর্ভস্থ পানির চাহিদা কমিয়ে আনতে, ভূ-পৃষ্ঠের উপরের পানির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামে ওয়াসা কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেস-২’এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, সারাদেশের মানুষ যেন বিশুদ্ধ পানি পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
সকালে, সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে ওয়াসা কর্নফুলী পানি সরবরাহ প্রকল্প ফেস-২’এর আওতায় রাঙ্গুনিয়া উপজেলায় নির্মিত শেখ হাসিনা পানি শোধনাগার-২’এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হোন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, ভূ-উপরস্থ পানি ব্যববহার বাড়িয়ে, ভূ-গর্ভস্থ পানির চাহিদা কমিয়ে আনতে হবে।শেখ হাসিনা আরো বলেন, কেবল ঢাকা কিংবা চট্টগ্রাম নয়, সারাদেশের বিভিন্ন পর্যায়েও মানুষ যেন বিশুদ্ধ পানি পায়, সেজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা ধরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। উন্নয়ন কাজের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও নদী দূষণ ও কমিয়ে আনার উপরও গুরুত্বারোপ করেন তিনি।