র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনা চলছে:পররাষ্ট্রমন্ত্রী

র্যাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এখনই পরিবর্তন হচ্ছে না, তবে এ বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে এবং কাজ করছে দুই দেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় মন্ত্রী বলেন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা ফেরাতে যুক্তরাষ্ট্রের সাথে সব রকম চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ।
আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশের সুযোগ সুবিধা বৃদ্ধিতে বিমস্টেকের সদস্য দেশ গুলোর সাথে বাংলাদেশের কানেক্টিভিটি ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য জোর দেয়া হবে।সংবাদ সম্মেলনে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসহ পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন ইস্যুতে কথা বলেন ড. মোমেন। বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট- বিমসটেকের ৫ম শীর্ষ সম্মেলন আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।