fbpx
অন্যান্যবাংলাদেশস্বাস্থ্য

দেশে ফের করোনায় মৃত্যুশূন্য, শনাক্ত ১০২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কোনো মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনে অপরিবর্তিত থাকলো। একই সময়ে শনাক্ত হয়েছেন ১০২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশে করোনায় কোনো মৃত্যু হয়নি তবে ওই দিন শনাক্ত হয়েছেন ৯২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৮৩২টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৩২টি। দেশে এ নিয়ে করোনা শুরুর পর থেকে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৬৪৭ জনে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৬৮ জন। এ নিয়ে করোনায় মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর এতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনা সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button