fbpx
অন্যান্যবাংলাদেশসরকার

বিএনপির ঐক্যজোট বারবার জটে পরিণত হয় : দীপু মনি

KSRM

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা অগ্নিসন্ত্রাস, নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সে বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এ ঐক্যজোট ঐক্যবদ্ধ জটে পরিণত হয় বারবার। আর, সে জট থেকে তারা নিজেরাই বের হতে পারে না।’

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, ‘কতিপয় জনবিচ্ছিন্ন তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হয়ে যাবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে সেটা যদি জনগণের দাবি না হয়, তাহলে কোনো দলের সে দাবি কিন্তু এগোতে পারে না।’

আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী এবং বৃত্তি প্রদানের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button