
রমজানের শুরুতেই জমে উঠতে শুরু করেছে ঈদ কেনাকাটা। যানজট ও শপিংমলগুলোর ভিড় এড়াতে অনেকেই যেমন আগেভাগে কেনাকাটা সেরে নেওয়ার চেষ্টা করছেন, আবার অনেকেই ঝুঁকছেন অনলাইন কেনাকাটায়।
নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দ যেন পুরোটাই বেমানান। তাই ঈদের কাছাকাছি সময়ের ভিড় এড়িয়ে রমজানের শুরুতেই পছন্দসই কেনাকাটা করে নিচ্ছেন অনেকে।ক্রেতাদের একাংশ অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকছেন। তারা বলেন, যানজট ও মানুষের ভিড় এড়িয়ে অনলাইনে পণ্য কেনা অনেক সহজ।
এদিকে ঈদ সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর বিপণিবিতানগুলো। বিক্রেতারা আশা করছেন, এবারের ঈদে গত দুই বছরের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে।
বিক্রেতারা বলেন, ‘গত দুই বছর করোনার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’ এবার ক্ষতি পুষিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন তারা।
বাংলাটিভি/জাবেদ