
খুলনা বিভিন্ন এলাকার তিন প্রতিষ্ঠানে ৩ লাখ ৩৬ হাজার লিটার মজুত করা ভোজ্য তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত তিনটি গোডাউনে এ অভিযান চালায়। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন খবরে ওই তিন প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল জব্দ করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
এ সময় সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৩০ হাজার, সাহা ট্রেডিং এর মালিক দিলীপ সাহাকে ৯০ হাজার টাকা ও রনজিত বিশ্বাস অ্যান্ড সন্স এর মালিক অসিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।দেবশীষ বলেন, সরকরি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।
বাংলাটিভি/শহীদ