
পান্থপথের আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকীকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত রেজাউল করিম রেজা র্যাবকে জানিয়েছে, দুই বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন তারা।
কিন্তু রেজার সঙ্গে অন্য নারীর সম্পর্কের কথা জান্নাত জেনে ফেলায় তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হচ্ছিল। এর জের ধরে জন্মদিন উদযাপনের কথা বলে ১০ অগাস্ট স্ত্রীকে নিয়ে পান্থপথের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট হোটেলে ওঠেন রেজা। সেখানে জান্নাতকে গলা কেটে হত্যার কথা তিনি ‘স্বীকার করেছেন’ বলে র্যাব জানায়।
বুধবার রাতে ওই হোটেলের ৩০৫ নম্বর কক্ষ থেকে পুলিশ ২৭ বছর বয়সী জান্নাতের গলা কাটা লাশ উদ্ধার করে।
মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে গাইনি বিষয়ে একটি কোর্সে করছিলেন জান্নাত। আর রেজা একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলেন।
তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশকে জানিয়েছিল জান্নাতের পরিবার। রেজাকে আসামি করে বৃহস্পতিবারই একটি মামলা দায়ের করেছিলেন ওই তরুণীর বাবা।
ছায়া তদন্তে নেমে হোটেলের সিসি ক্যামেরার ভিডিও, মোবাইল ফোনের কল লিস্ট ধরে অনুসন্ধান চালিয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের মুরাদপুর এলাকার একটি মেস থেকে ৩১ বছর বয়সী রেজাকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
এরপর শুক্রবার ঢাকায় সংবাদ সম্মেলন করে ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
রেজাকে জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, ২০১৯ সালে ফেইসবুকে পরিচয় থেকে দুজনের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের অক্টোবরে তারা পরিবারের অগোচরে কাজী অফিসে বিয়ে করে ফেলেন।
তারা স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আবাসিক হোটেলে থাকতেন। এর মধ্যে একাধিক নারীর সাথে রেজার সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে জান্নাত আলাপের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন।
এ নিয়ে তাদের মাঝে বিভিন্ন সময় বাগবিতণ্ডা হত। তাই রেজা এক পর্যায়ে তার প্রতিবন্ধকতা দূর করতে জান্নাতকে সুবিধাজনক স্থানে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।
রেজা র্যাবকে বলেছেন, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন তিনি। এমবিএ চলাকালে ওই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে একটি বেসরকারি ব্যাংকেও চাকরি করেন কিছুদিন। সর্বশেষ গত জুন মাসে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেন।
খন্দকার আল মঈন বলেন, জান্নাতের জন্মদিন উদযাপনের কথা বলে ১০ অগাস্ট সকালে তাকে নিয়ে পান্থপথের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট হোটেলে ওঠেন রেজা। স্ত্রীকে খুন করার উদ্দেশ্যে ব্যাগে করে তিনি ছুরি নিয়ে যান।
সেখানে অন্য নারীর সঙ্গে রেজার সম্পর্কের বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক সময় রেজা তার ব্যাগ থেকে ছুরি বের করে জান্নাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তিনি গোসল করে পরিষ্কার-পরিচ্ছন্ন হন। তারপর জান্নাতের মোবাইল ফোন নিয়ে বাইরে থেকে ওই কক্ষে তালা দিয়ে চলে যান।
বাংলাটিভি/শহীদ