
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন সিলেটের চা শ্রমিকরা।
শনিবার সকাল থেকে সিলেট ভ্যালির ২৩টি চা বাগানের শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেন। এর আগে ৯ অগাস্ট থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছিলেন তারা।
শনিবার সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানের সামনে সিলেট-বিমানবন্দর সড়কে মিছিল ও সমাবেশ করেন চা শ্রমিকরা। এছাড়া মালনিছড়া, খাদিমনগর, কেওয়াছড়া, দলদলি, জাফলং ও লালাখালসহ বিভিন্ন চা-বাগান এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
চা শ্রমিকরা বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে বাধ্য হয়েই তারা কর্মবিরতি পালন করছেন। দৈনিক ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন এবং নিম্ন মজুরিতে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে বলেও এ সময় উল্লেখ করেন শ্রমিক নেতা রাজু।
তিনি বলেন, “জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বাড়ছে; এতে পরিবার নিয়ে দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে জীবিকা নির্বাহ একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ৩০০ টাকা দৈনিক মজুরির দাবি জানিয়ে প্রায় দুইবছর আগে আবেদন করলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।”
তাছাড়া প্রতি দুই বছর অন্তর অন্তর চুক্তি নবায়ণ করার নিয়ম থাকলেও এবার তা বাস্তবায়নে বাগান কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাটিভি/রাজ