fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

ওএমএসের মাধ্যমে দরিদ্রদের কমমূল্যে খাদ্য দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

খাদ্যের দাম নিয়ে সীমিত আয়ের মানুষের মাঝে কষ্ট আছে,এজন্য সরকার ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দরিদ্রের কম মূল্যে খাদ্য দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, চালের দাম কিছুটা বেড়েছে। তবে যে খাদ্য মজুদ রয়েছে এবং আমদানি করা হচ্ছে তাতে সামনে মঙ্গা বা সংকটের কোনো শঙ্কা নেই।বৃষ্টি কম হওয়ায় আমনের আবাদ নিয়ে সংকট ছিল বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। কিন্তু সেই সংকট অনেকটা কেটে গেছে।

সব ধরনের সারের মজুদ আছে। বোরো আবাদের জন্য অনেক সার প্রয়োজন হবে। আমেরিকা সারে নিষেধাজ্ঞা তুললেও কিছু শর্ত দিয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button