fbpx
স্বাস্থ্য

ডেঙ্গুর প্রকোপে হাসপাতালে রোগির চাপ, সচেতনতার পরামর্শ

সম্প্রতি আশঙ্কাজনকভাবে বাড়ছে, এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। চলতি মাসে বেড়েছে মৃত্যুও। হাসপাতালে প্রতিদিনই নতুন রোগি ভর্তি হচ্ছে উল্লেখযোগ্য হারে। ডেঙ্গুর প্রকোপ, মূলত রাজধানীর আশপাশে বেশি হলেও, ঢাকার বাইরে অন্যান্য শহরেও আক্রান্তের পরিমান বেড়ে যাওয়ায়, চাপ পড়ছে হাসপাতালগুলোতে। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা ও মশক নিধন কার্যক্রম জোরদারসহ, কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

এডিস মশার কামড় থেকে ছড়ানো ‘ডেঙ্গুজ্বর’ রোগটির প্রকোপ বাড়ে, সাধারণ বর্ষা মৌসুমে। তবে এবার বর্ষা পার হয়ে শীতের সময় আসন্ন হলেও, ডেঙ্গু আক্রান্তের হার এখনও যেন চোখ রাঙাচ্ছে। চলতি মাসে উদ্বেগজনক হারে বেড়েছে ডেঙ্গুরোগির সংখ্যা। ঢাকা মহানগরীসহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১ সালে দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিলো ২৮ হাজার ৪২৯। তার মধ্যে মারা যান ১০৫ জন। আর এ বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য বিভাগ, যা এপর্যন্ত একশ’ পার করেছে,  আর চলতি অক্টোবরেই ছাপিয়ে গেছে দৈনিক ডেঙ্গুরোগি মৃত্যুর রেকর্ডও। এছাড়া হাসপাতালে রোগিভর্তির সংখ্যা এরইমধ্যে ২৬ হাজার ছাড়িয়েছে।

চিকিৎসকরা বলছেন, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীদের চাপ। এ অবস্থায় চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়ছে। ডেঙ্গুর মোট ৪টি ধরণের সবগুলোতেই কমবেশি আক্রান্ত হচ্ছেন রোগিরা।

যেই হারে ডেঙ্গুরোগি বাড়ছে, তাতে উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। তারা মনে করেন, ডেঙ্গু মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে পরিস্থিতি হবে ভয়াবহ।

ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে মশক নিধন কার্যক্রম জোরদার করাসহ সরকারি তৎপরতার পাশাপাশি, সাধারণ মানুষকেও নিজ উদ্যোগে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button