fbpx
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৯১৮

দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত ৯১৮ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৯১৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৫ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৬৭০ জন, যাদের মধ্যে হাসপাতালের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ১৯৬ জন।

এদিকে, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে স্থানীয় সরকারের কার্যক্রমের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button