বিজয়ের ৫১ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নেতৃত্বে বিজয় র্যা লি অনুষ্ঠিত হয়েছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মুখস্থ চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় র্যা লিটি বের হয়। র্যা লিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া, নগর ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, মেরিন একাডেমিসহ সরকারের বিভিন্ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।
তবে, চট্টগ্রাম নগরীতে বিজয় দিবস উপলক্ষে বের করা দুটি পৃথক র্যা লিতে মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ উভয়পক্ষকে সামলাতে হিমশিম খায়।তখন একটি র্যা লির নেতৃত্বদানকারী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের র্যা লির গতিরোধ করে বিএনপির র্যা লিটিকে এগিয়ে যেতে সহযোগিতা করেন।
এদিকে, বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে বিজয় মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ। এসময় জাহাঙ্গীর আলম,স্বপন আচার্য,নুরুল আমিন,এসএম মাহবুব উল আলম, ফজলুল ভুঁইয়া,সৌরেন্দ্র নাথ সেন,সৈয়দ এমরান, জালাল আহমদ,নুরুদ্দিন চৌধুরী,রফিক আহমদসহ ১শ’৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে দেশের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের বিজয় তখনই অর্জিত হবে, যখন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারবো। তাই মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তাহলে প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। তারাই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে বিজয়ী রাষ্ট্র। এদেশের দামাল ছেলেরা রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছে। এ শক্তিকে কেউ অবদমিত করতে পারবে না। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা, যেকোনো মূল্যে এই সম্ভাবনা জাগিয়ে তুলতে হবে।
পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, পাল্টু লাল সাহা, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট আফিসের পরিচালক আবু সাইদ।
বাংলা টিভি/অজিত