fbpx
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

প্রথমে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ঘণ্টা খানেক পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি সরকার ও স্বাস্থ্য বিভাগের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ২ দেশ মিলিয়ে মৃতের সংখ্যা এখন ৫০২১।

সূত্র মতে, তুরস্কে অন্তত ৩ হাজার ৪১৯ জন এবং সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অংশে মোট ১ হাজার ৬০২ জন মারা গেছেন।

রয়টার্স জানিয়েছে, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওতকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, ভূমিকম্পটি তুরস্কের গাজিআন্তাপ প্রদেশের নুরদাগি জেলার ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

প্রথমে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ঘণ্টা খানেক পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button