fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৪৫ হাজার ছাড়াল

ভূমিকম্পের ১১ দিন পর তুরস্কে ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ব্যক্তিকে বের করে এনেছেন উদ্ধারকারীরা। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।

৬ ফেব্রুয়ারি ভোররাতের ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর কাছেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই দুই ভূমিকম্পের ফলে হাজার হাজার ভবন ধ্বংস হয়ে দেশ দুটির প্রায় লাখো মানুষ আহত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের উদ্ধারে ও বাস্তুচ্যুতদের সাহায্যার্থে ব্যাপক একটি ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। এর ধারাবাহিকতায় ভূমিকম্পের ১১ দিন পর শুক্রবার তুরস্কে ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ব্যক্তিকে বের করে এনেছেন উদ্ধারকারীরা। এদিন তুরস্ক ও সিরিয়ার নিহতদের জন্য বিশ্বব্যাপী গায়েবানা জানাজা পাঠ করা হয়। দুর্যোগের ব্যাপকতার কারণে বহু নিহতকে দাফন অনুষ্ঠান ছাড়াই কবর দেওয়া হয়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে চিরতরে চাপা পড়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বহু আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত বিশাল অঞ্চলটি থেকে চলে গেলেও সব প্রতিকূলতা ছাপিয়ে জীবিতরা এখনও ধ্বংসস্তূপের নিচে থেকে বের হয়ে আসছেন।

ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হতাইয়ে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে হাকান ইয়াসিনোলু নামের চল্লিশোর্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইস্তাম্বুলের দমকল বাহিনী।

সংশ্লিষ্ট খবর

Back to top button