fbpx
স্বাস্থ্য

রোগীদের সেবা বাড়ানোর জন্যই প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের সেবা বাড়ানোর জন্যই সরকার সারাদেশে হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করেছে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ  মালেক।

সকালে, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নার্সিং ইনস্টিটিউটের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন,চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন আর বাকি সেবা নার্সরাই দিয়ে থাকেন।  নার্সিং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

ভালোভাবে প্রশিক্ষণ সম্পন্ন নার্সদের জন্য দেশের বাইরে গিয়েও কাজের সুযোগ রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বুলবুল / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button