fbpx
বাংলাদেশ

কাউকে ভোটে আনার দায়িত্ব সরকার বা সরকারি দলের নয়: তথ্যমন্ত্রী

কাউকে ভোটে আনার দায়িত্ব সরকার বা সরকারি দলের নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার সংসদে আনা সাধারণ প্রস্তাবের উপর আলোচনায় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আগামী সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে নানা ষড়যন্ত্র হচ্ছে। সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের পথ চলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় যাত্রা নিরবচ্ছিন্ন রাখার জন্য কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক ‍নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে, নির্বাচন যথাসময়ে হবে।”

নির্বাচনকালীর তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেওয়ায় ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে ভোট ঠেকাতে আন্দোলনে গিয়েছিল বিএনপি। তবে একাদশ সংসদ নির্বাচনে তারা অংশ নেয় নির্বাচিত সরকারের অধীনেই।

এবার আবার তত্ত্বাবধায়কের দাবিতে ফিরে গিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে দলটি। বলছে, দাবি পূরণ না হলে নির্বাচন হতে দেওয়া হবে না।

দশম সংসদ নির্বাচনের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, “২০১৪ সালের ভোট বানচালের জন্য ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। দুজন নির্বাচনী কর্মকর্তাসহ কয়েকডজন মানুষকে হত্যা করেছিল। কিন্তু নির্বাচন হয়েছে, সংসদের যাত্রা অব্যাহত থেকেছে।গণতন্ত্রের পথ চলা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button