fbpx
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরের অপসারণ চেয়ে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টর নিয়োগ, স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ছবি ও জয় বাংলা স্লোগান ব্যবহার না করা, শিক্ষক নিয়োগে অর্থ কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

শনিবার (৮ এপ্রিল) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও প্রগতিশীল ছাত্র–শিক্ষক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

339315606 178379831690933 1498843434412151448 n

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুব এলাহীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগের সাবেক নেতারা দাবি করেন, এক সময় ছাত্র শিবিরের হামলার কারণে বছরের পর বছর তারা ক্যাম্পাসে যেতে পারেননি, পরীক্ষা দিতে পারেননি। বর্তমান প্রক্টর নুরুল আজিম সিকদার সেইসব শিবির কর্মীদেরই একজন, যিনি ছাত্রলীগ নেতা কর্মীদের ওপর বারবার হামলা করেছেন। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেবল নিয়োগ বাণিজ্যই করছেন না, জামায়াত-শিবিরকে চাকরি দিচ্ছেন, প্রক্টর বানাচ্ছেন।

340260633 175503488693264 8075905246614447212 n

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুব এলাহী, সাবেক সহ-সভাপতি হারুন উর রশীদ জুয়েল, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ এলাহী, মীর্জা টিপু, রেজাউল হাসান নগেন, আমিমুল আহসান সুমন, মোহাম্মদ ইউসুপ,তারেক আলম, কামরুল হুদা হিমু,নাজমুল আলম ইমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button