fbpx
বাংলাদেশসরকার

ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র-এপিএ স্বাক্ষর  অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় শুধু চুক্তি সই নয়, সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে অধিনস্ত দপ্তর ও সংস্থার প্রধানদের তাগিদ দিয়ে খালিদ মাহমুদ বলেন, সরকারের আগামী দিনের ‘শোকেস’ মন্ত্রণালয়ে পরিণত হতে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন করা প্রমাণ করে বিশ্বব্যাপী নেতৃত্বের কোন অবস্থানে আছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button