অপরাধ

ছিঁচকে অপরাধীদের ঈদের আগে জা‌মিন চায় না ডিএমপি

সাম্প্রতিক সময়ে পু‌লিশের বি‌শেষ অ‌ভিযানে ছিঁচকে চোর, মলম পা‌র্টি কিংবা অজ্ঞান পা‌র্টির মতো ৬০০ অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের সময় ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে এসব অপরাধী যেন জা‌মিন না পায় সে ব‌্যাপারে চেষ্টা করা হবে ব‌লে জা‌নিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার (২৭ জুন) মহাখালী বাস টার্মিনাল ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শন শে‌ষে এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার ব‌লেন, আমরা চিচ‌কে চোর, মলম পা‌র্টি ও অজ্ঞান পা‌র্টিসহ এ ধর‌নের অপরাধী‌দের বিরু‌দ্ধে বি‌শেষ অ‌ভিযান শুরু কর‌ছি। ৬০০ জন পেশাদার অপরাধীদের গ্রেপ্তার করা হ‌য়েছে। আমরা চেষ্টা করব ঈ‌দের আগে যেন তা‌দের জা‌মিন না হয়।

ঈদের সময় ঢাকায় পর্যাপ্ত পু‌লি‌শি নিরাপত্তা রাখার কথা জানান গোলাম ফারুক। তি‌নি বলেন, গত ঈ‌দে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এবারও আমরা পূর্ণ নিরাপত্তা দিতে পারব। আমাদের টহল পু‌লিশ থাকবে সার্বক্ষ‌ণিক, সি‌সি ক্যামেরা থাকবে, ডি‌বি পু‌লিশ ঢাকার আনাচে-কানাচে ঘুরে বেড়াবে।

তারপরও ঢাকা ছে‌ড়ে যাওয়া প‌রিবারগু‌লোর উ‌দ্দে‌শ্যে ডিএমপি কমিশনার ব‌লেন, পু‌লি‌শের স‌র্বোচ্চ নিরাপত্তা থাক‌বে। তবুও যারা বা‌ড়ি যা‌চ্ছেন, আপনা‌দের মালমাল বি‌শেষ ক‌রে, স্বর্ণ বা নগদ টাকা কারও কা‌ছে নিরাপ‌দে গ‌চ্ছিত রে‌খে যা‌বেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button