fbpx
রাজধানী

বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রেন যাত্রীদের

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদ উদযাপনে সকাল থেকেই রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাড়া। কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা ট্রেন যাত্রীরা পড়েছেন বিপাকে। প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাগ, ছোট শিশুদের নিয়ে অনেককে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার (২৮ জুন) সকালে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। সকাল থেকে আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের চাহিদা যেমন বেশি ছিল আবার কমিউটার ট্রেনেও ছিল বাড়তি চাপ। স্টেশনে আসা যাত্রীরা সকালের বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে স্টেশনে পৌঁছান। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী।

রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আজ ৩৯ জোড়া ট্রেন চলাচল করছে। আর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে লালমনি স্পেশাল ও পঞ্চগড় স্পেশাল ছেড়ে যাচ্ছে। এ ছাড়া ৮টি কমিউটার ট্রেন চলছে আজ। এতে প্রায় ১ লাখ যাত্রী ট্রেনে বাড়ি ফিরতে পারছে এবারের ঈদে।

সংশ্লিষ্ট খবর

Back to top button