fbpx
বাংলাদেশ

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে তৎপর বিএনপি: তথ্যমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিভেদ নিজেদের মধ্যে সমাধান না খুঁজে বিদেশিদের কাছে নালিশ করা দেশের জন্য অসম্মান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদ-বাইসস সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, যদি ধরনা দিতে হয় জনগণের কাছে দেবে, কিন্তু বিএনপি জামায়াত ধরনা দিচ্ছে বিদেশিদের কাছে।

বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে তৎপর বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button