fbpx
রাজনীতিরাজধানী

হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ২

রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে একতারা মার্কার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।  এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে রাজধানীর বনানী এলাকা তাদের আটক করা হয়েছে। এর আগে বিকেল সাড়ে ৩টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কাছের সড়কে হিরো আলম হামলার মুখে পড়েন। পরে আহত হিরো আলমকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোটকেন্দ্রের ভেতরে ঢোকার আগে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফির তোলার সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তার ওপর হামলা চালায়। এ বিষয়ে ডিবির এডিসি হাফিজ আল আসাদ (এডিসি গুলশান বিভাগ) গণমাধ্যমকে বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেভাজন দুজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, সেখানে তাদের কী ভূমিকা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button