বাংলাদেশ
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা কি না খতিয়ে দেখছে ডিবি

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ভোট চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।
রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান, ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ভোট চলাকালে হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত করা হচ্ছে।