সজিবের লাশ নিয়ে বিএনপির অপরাজনীতি

আর্থিক লেনদেন ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন লক্ষ্মীপুরের যুবক সজিব হোসেন। তবে এই হত্যাকান্ড নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। এই ঘটনার সাথে কোন রাজনৈতিক সম্পর্ক নেই। সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি এ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
লক্ষ্মীপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গুলিতে কেউ মারা যায়নি। নিহত সজিব মারা গেছে ছুরিকাঘাতে। তার শরীরে চিকিৎসকরা ৪টি কোপের চিহ্ন পেয়েছে। এই হত্যাকান্ডের ঘটনার পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে, এতে দেখা গেছে সজিবের রক্তাক্ত দেহ এবং মারা যাওয়ার দৃশ্য।
কয়েকটি সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায়, নিহত সজিবের উপর হামলা করে চার-পাঁচজন যুবক। ছুরি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে সজিবকে। এক পর্যায়ে একটি ভবনে আশ্রয় নেই সে। এক পর্যায়ে আহত সজিব অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়।
তবে নিজেদের কর্মী দাবি করে খুন হওয়া সজিবের লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে গুজব রটিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।