fbpx
স্বাস্থ্য

ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল দাবী স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল দাবী করে স্বাস্থ্যমন্ত্রী ডা.জাহিদ মালেক বলেছেন,দেশে জরুরী অবস্থা ঘোষণার মত কোন পরিস্থিতি তৈরী হয়নি। অথচ শুক্রবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৬ জন।আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেই, এখন পর্যন্ত মোট আকক্রান্ত রোগির সংখ্যা প্রায় ২৮ হাজার ৫শ জন ।পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সাদিক সাকলাইন সৌরভ ও সুস্মিতা ইসলাম শোলক দম্পতির একমাত্র কন্যা ডরিন।বয়স মাত্র দেড় বছর।রাজধানীর রামপুরা টিভি রোডে বসবাস তাদের।মেয়েকে ঘিরেই যত আনন্দ-উচ্ছ্বাস পরিবারটির।কিন্তু সম্প্রতি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আতংকিত তারা।ডেঙ্গু থেকে রেহাই পেতে সব সবসময় ত্রাহি সচেতনতা তাদের।

শুধু ডরিনের মা-ই নয়,ডেঙ্গু নিয়ে আতংকিত সবাই। গ্রাম কিংবা শহর সারাদেশেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই শত শত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন,মারাও যাচ্ছেন। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর চাপ।

শনিবার সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। পরে ব্রিফিংয়ে তিনি বলেন,দেশে হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা এখনও তৈরি হয়নি। তবে, ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল হলেও ঢাকার বাইরে বাড়ছে– এটা স্বীকার করেছেন মন্ত্রী।

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,সবার সহযোগিতা পেলে দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button