খুলনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের কর্মবিরতি প্রত্যাহার

খুলনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের কর্মবিরতি প্রত্যাহার
খুলনা মেডিকেল কলেজের সম্মুখে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সংঘর্ষে জড়িত ২ জনকে গ্রেফতার এবং স্থানীয় এমপি ও সিটি মেয়রের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর এবং খুলনা মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র সাহিদুর রহমান শ্রাবণ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
এদিকে শুক্রবারের মধ্যে ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা না হলে শনিবার থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার ভোররাতে সোনাডাঙ্গা থানা পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত বিপ্লব মেডিসিন কর্নারের মালিক এসএম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) ও আবিদ ফার্মেসির কর্মচারী মীর বায়েজিদকে (২০) গ্রেফতার করে।