fbpx
বাংলাদেশআইন-বিচারআওয়ামী লীগরাজনীতিসরকার

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: আইনমন্ত্রী

‘আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর সেই নির্বাচনে দেশের জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে।’ বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘১৯৭৫ সালের বর্বরতা: বাংলাদেশের মানবাধিকার ও শাসনের ওপর প্রভাব’ শীর্ষক পররাষ্ট্র মন্ত্রণালয় কতৃক আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর সেই নির্বাচনে দেশের জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে।

আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইমডেমনিটি আইন করা হলো। তবে সে সময় মানবতার কথা বলে কেউ প্রশ্ন তোলেননি। এরপর জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর দূত ছিলেন, তারাও নিহত হয়েছিলেন। একুশে গ্রেনেড হামলা হলো। সে সময় খালেদা জিয়া জোক করে বলেছিলেন, ‘শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে বোমা নিয়ে গিয়েছিলেন’। এই ঘটনায় তারেক রহমান জড়িত ছিলেন। বোমা হামলায় আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মী নিহত হলেন। এসব হামলায় নিহত হওয়ার ঘটনায় কেউই মানবতা লঙ্ঘনের কথা তোলেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button