ভারতকে ২৩১ রানের লক্ষ্য ছুড়ে দিলো নেপাল,মাঝ খেলায় বৃষ্টির বাগড়া।
পাল্লেকেলেতে বিকেলে এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল নেপালের। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে মোটামুটি লড়াই করার মতো পুঁজিই দাঁড় করিয়ে ফেললো নেপাল। ৪৮.২ ওভার খেলে তারা অলআউট হয় ২৩০ রানে। অর্থাৎ সুপার ফোর নিশ্চিত করতে ভারতকে করতে হবে ২৩১।
নেপালের বিপক্ষে আজকের ম্যাচেও আঘাত হেনেছিল বৃষ্টি। নেপালের ইনিংসের ৩৭.৫ ওভার পরই বৃষ্টি আসে। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে খেলা।