বিশ্ববাংলা
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করায় ২০ বাংলাদেশিসহ গ্রেফতার ৩৬
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করায় ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন,অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।টার্মিনাল বেরসেপাদু সেলাতান-বন্দর তাসিক সেলাতনে একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ জন বাংলাদেশি মিয়ানমারের ১২ জন পুরুষ এবং চারজন নারী রয়েছেন। অভিবাসন বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন,ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে চেক করে দেখা গেছে,তাদের মধ্যে কয়েকজনকে অপরাধের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছিল।