বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লাইজু আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে মাস্টার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন মনোনীত হয়েছেন। গত ২২ আগস্ট কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত ঘোষণা দেওয়া হয়।
গত ৬ সেপ্টেম্বর (বুধবার) ফোরামের নবনির্বাচিত সভাপতি লাইজু আক্তার ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ কার্য বর্ষের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ইসরাত জাহান রাহি,যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দন মন্ডল,সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আল মুনতাছির,অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি,দপ্তর সম্পাদক সফিউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মো: আরমান রাকিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আল-আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তামান্না সুলতানা, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো: জুবাইল আকন্দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লোপা এবং দুইজন সম্পাদকীয় পর্ষদ যথাক্রমে বিপ্লব হোসাইন ও মোঃ সাইফুর রহমান শাহীন মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি।তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা,সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।