আন্তর্জাতিকবাংলাদেশসরকার
বাংলাদেশ সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী; পররাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ সন্ধ্যায় ঢাকায় এসে পোঁছেছেন। এই প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার রুশ প্রতিপক্ষকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে জ্বালানি, খাদ্য নিরাপত্তা, সার সরবরাহ এবং রোহিঙ্গা সংকটের মতো দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর শেষ করে ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন।