কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রী আবেদা খাতুন আর নেই

মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমএলএ, পার্লামেন্টারি সেক্রেটারি (যুক্তফ্রন্ট) ও ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম এর স্ত্রী আবেদা খাতুন (হেনা) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বার্ধ্যকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি তিন সন্তান, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছোট ছেলে মো. আহসান উল্লাহ (ফিলিপ)। তিনি বলেন, ‘অসুস্থ্যতার কারণে মাকে গত ২৬ আগস্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মরহুমার জানাযা ও দাফন কার্য রোববার ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে সম্পন্ন হবে।
এ দিকে আবেদা খাতুনের মৃত্যুতে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ শোক প্রকাশ করেছেন।