অপরাধ
৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তা বরখাস্ত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের ভল্ট থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউস কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।