fbpx
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৮শ ছাড়ালো, সেপ্টেম্বরেই দুই শতাধিক প্রাণহানি

চলতি বছরে দেশে ডেঙ্গুতে রোগী মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ যেন বেড়েই চলেছে। গত একদিনে রোগি মৃত্যুসহ মোট প্রাণহানীর সংখ্যা এখন ৮০৪। এরমধ্যে, শুধু সেপ্টেম্বর মাসেই ১৬ দিনে মারা গেছেন ২১১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৯৪ জন নতুন রোগি।

সংশ্লিষ্ট খবর

Back to top button