শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে জিতলো ভারত। এ যেন পাড়ার ক্রিকেট। দুদলের মোট বরাদ্দ ১০০ ওভার। সেখানে মাত্র ২১ ওভারেই শেষ ম্যাচ। ৬ ওভারেই জিতে গেল ভারত। শ্রীলঙ্কা ১৫.২ ওভারে ৫০ রানে ১০ উইকেট শেষ হয়। জবাবে বিনা উইকেটে ভারত ৫১ রান ছুঁয়ে ফেলে মাত্র ৬ ওভারে। আর এতেই ৮ম শিরোপা জিতে নিলো রোহিত শর্মারা।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে দেখা গেল বিধ্বস্ত চেহারার শ্রীলঙ্কার! পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে দেওয়া লঙ্কানরা আজ ধরাশায়ী সিরাজ-পান্ডিয়ায়। ক্রিজে নেমেই ধুকতে থাকা শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০ রানেই! ওয়ানডে ক্রিকেটে ৫০ ওভারের মধ্যে মাত্র ১৫.২ ওভার ব্যাটি করেছে শানাকার দল।
নির্ধারিত সময়ে টস হলেও বৃষ্টিতে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। টসে জিতে ব্যাটিং করতে নেমে নাভিশ্বাস উঠেছে লঙ্কান ব্যাটারদের। ১৫.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৫০ রান তুলেছে লঙ্কান ব্যাটাররা। মোহাম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জাসপ্রিত বুমরাহ একটি উইকেট নিয়েছেন। লঙ্কান ব্যাটারদের মধ্যে কুশল মেন্ডিস ১৭ ও দুষ্মন্ত হেমন্ত ১৩ রান করেন। এছাড়া কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন ৫ জন। ৫১ রানের ছোট্ট লক্ষ্য পার করতে কোনো বেগ পেতে হয়নি ইষান কিষান ও শুভমান গিলকে। মাত্র ৬ ওভারে জুটি বেধে দলকে অষ্টম শিরোপা জিতিয়ে মাঠ ছেড়েছেন দুই তরুণ তুর্কি শুভমান-ইশান। শুভমান ১৯ বলে ২৭ এবং ইশান ১৯ বলে ২৩ রানে মাঠ ছেড়ে উঠেন।