fbpx
বাংলাদেশপড়াশোনাসরকারস্বাস্থ্য

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৪ জন, হাসপাতালে ভর্তি ২ হাজার ৪২৫

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নয় হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ভর্তি হওয়া ২ হাজার ৪২৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৭৫১ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন।

ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৩৭৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ছয় হাজার ৫৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত দুই লাখ ৩ হাজার ৪০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ২২২ জন এবং ঢাকার বাইরে এক লাখ ২০ হাজার ১৮৪ জন। এদিকে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত  ৯৮৯ জন মারা গেছেন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৯২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ঢাকায় ৭৯ হাজার ২০৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৯৭৮ জন। এর মধ্যে ঢাকায় ৬৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন এক হাজার ৩৩১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button