চলিত বছরের এইচএসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এবার পাশের হার এবং জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ফলাফল জানারপর উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে।
সরেজমিনে দেখাযায়, হৈ-হুল্লোড় আর বাদ্য বাজিয়ে পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। কাঙ্খিত ফলাফল পেয়ে একদিকে খুশির জোয়ার বইছে, তেমনি ব্যক্ত করেছে ভবিষ্যত পরিকল্পনা।
শুধু শিক্ষার্থীরাই নয়, উল্লাস ও আনন্দ প্রকাশ করতে দেখে গেছে অভিভাবকদেরও। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়ানো গেলে, আরো ভাল ফলাফল করা সম্ভব।
এদিকে, এ বছরের এইচএসসি ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখতে সচেষ্ট সরকার।