fbpx
বিশ্ববাংলা

ঢাকায় পুলিশ হত্যা মামলায় চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার

ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে হত্যা মামলায় চট্টগ্রামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মুরাদ চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহ্বায়ক। বন্দর নগরীর চান্দগাঁও এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, গত ২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে হত্যার মামলার এজাহারভুক্ত আসামি মুরাদ। ঘটনার দিন ছাত্রদল নেতা আমান, যুবদল নেতা জাকির হোসেন জসিম ও মুরাদ তার অনুসারীদের নিয়ে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।

পুলিশ হত্যার ঘটনায় ২৯ অক্টোবর রাজধানীর পল্টন থানায় পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ ১৬৪ জনকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে আরও আছেন বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, নিপুণ রায়, আমিনুল হক, হাবিবুন নবী খান, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জিলানী, শামসুজ্জামান দুদু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তাবিথ আউয়াল, রফিকুল ইসলাম মাহাতাব, ইকবাল হোসেন শ্যামল, ইঞ্জিনিয়ার ইশরাক, রাশেদ ইকবাল খান, সাইফ মাহমুদ জুয়েল, কাজী রওনাকুল হক শ্রাবণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button