fbpx
আওয়ামী লীগবাংলাদেশরাজধানীরাজনীতি

নির্বাচন কমিশনের নির্দেশনায় ওসিদের রদবদল : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।রোববার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুজিব  একটি জাতির রূপকার চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি। নির্বাচনে ওসিরা কারও প্রতি অনুগত বা পক্ষপাতদুষ্ট হতে পারে, এ বিবেচনাতেই তাদেরকে বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব থানার ওসিদের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন জানান স্বরাষ্ট্রমন্ত্রী । নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা উল্লেখ করে তিনি বলেন, যখনই নির্বাচন আসে, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। ওসিদের নিয়ে এ ধরনের বিবেচনা নির্বাচন কমিশনের, আমাদের কিছু নয়।  নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই সারাদেশে সারাদেশে ওসিদের ট্রান্সফার করেছে। তারা নির্দেবিশনা মেনেই কাজ করছে।  এছাড়া জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংশ্লিষ্ট খবর

Back to top button