ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৩
ফিলিপাইনের মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে । এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার স্থানীয় সময় এ ঘটনা ঘটে। দেশটির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ২০১৭ সালে মারাউই শহরে সরকারি বাহিনী এবং ইসলামিক স্টেটের সাথে জড়িত জঙ্গিদের মধ্যে পাঁচদিনব্যাপী একটি যুদ্ধ হয়। সে আতঙ্ক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল যা সেখানকার মানুষেরা এখনও আতঙ্কিত। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়য়ের মতো জায়গায় সহিংসতার কোনো স্থান নেই। এই ঘটনার নিন্দা জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে। মামিন্টাল আলন্তো আদিওং বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলারও নিন্দা করা উচিত। এগুলো এমন জায়গা যা শান্তির সংস্কৃতিকে প্রচার করে এবং তরুণদের ভবিষ্যৎ গঠনকারী হিসেবে গড়ে তোলার কথা জানানো হয়েছে।