fbpx
বাংলাদেশবিএনপিরাজধানীরাজনীতি

অবরোধে যানবাহন চলাচল স্বাভাবিক

দেশজুড়ে বিএনপি জোটের ডাকা দশম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ । বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার এই কর্মসূচি  শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। তবে অবরোধের কোনো প্রভাব পড়েনি রাজধানী ঢাকায়। সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সড়ক মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।   নাশকতা ঠেকাতে সারাদেশে টহলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, অবরোধ সফল করতে মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংশ্লিষ্ট খবর

Back to top button