fbpx
বিশ্ববাংলা

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালদ্বীপের ভিসা উন্মুক্ত হতে যাচ্ছে

চার বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মালদ্বীপের ভিসা। মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘোষণার ফলে দক্ষ বাংলাদেশি শ্রমিকরা দেশটিতে বৈধ পথে যেতে পারবেন। তবে অদক্ষ শ্রমিক আসা আপাতত স্থগিত থাকবে।

অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য বাংলাদেশি শ্রমিক আনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু বছরের পর বছর এটি বাড়িয়েছে সরকার। তবে নতুন সরকার গঠনের পর এই নিষেধাজ্ঞা আর বাড়ানো হচ্ছে না। ফলে নিষেধাজ্ঞা কাটিয়ে দেশটির শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের জন্য।

বাংলাদেশি শ্রম নিষেধাজ্ঞার ফলে ভারত, শ্রীলঙ্কা নেপাল ও অন্যান্য দেশ থেকে শ্রমিক উল্লেখযোগ্য হারে বেড়েছে মালদ্বীপে। এদিকে, অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় ইমিগ্রেশন এখন বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ জন শ্রমিককে আটকও করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button