ফরিদপুরের জনসভায় শেখ হাসিনা, মানুষের ঢল
ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে জনসভায় জড়ো হয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ছয় বছর পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পদ্মা পাড়ের জেলা ফরিদপুরে। সড়কপথে সকালে ফরিদপুর পৌঁছেন তিনি।
শহরের প্রাণকেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বেলা তিনটায় যোগ দেবেন শেখ হাসিনা। এরই মধ্যে জনসভায় জড়ো হয়েছে ফরিদপুর শহর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ফরিদপুরসহ কোটা দেশের নানা উন্নয়নের কারণে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান জনসভায় অংশ নেয়া মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ।
জনসভায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতির দিক নির্দেশনা দলীয় নেতাকর্মী ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা।
জনসভা শেষে ফরিদপুর থেকে আজই ঢাকায় ফিরবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।