fbpx
বাংলাদেশজাতীয় নির্বাচন

রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা

নির্বাচন সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্র ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। যে কোন ধরনের নাশকতা মোকাবেলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ নাশকতার অপচেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে।

এদিকে, সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা প্রস্তুত।

অন্যদিকে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র এবং ব্যালট বক্সের নিরাপত্তা নিশ্চিত করা ও ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button