বাংলাদেশপ্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য জরুরি ছিলো: এডিবি
প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য জরুরি ছিলো- বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।
সকালে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান এডিবি কান্ট্রি ডিরেক্টর। এসময় প্রধানমন্ত্রীর হাতে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার অভিনন্দনপত্র হস্তান্তর করেন তিনি। এতে বলা হয়, বাংলাদেশের সমৃদ্ধির যাত্রায় সহায়তায় কাজ করতে এডিবি উন্মুখ। এছাড়া বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগী হিসেবে, এডিবি একটি গভীর অংশীদারিত্বের মাধ্যমে, সরকারের উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত বলেও অভিনন্দনপত্র জানান।