
দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম মন্টুর বিরুদ্ধে দায়েরকৃত মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। তিনি ডিআরইউ এর স্থায়ী সদস্য।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ প্রতিবাদ জানান। এতে বলা হয়, সাইফুল ইসলাম মন্টুর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।
জানা যায়, মিরপুর বিআরটিএ’র হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিনের অনিয়ম দুর্নীতি নিয়ে দৈনিক আজকালের খবরে সংবাদ প্রকাশের পর সাইফুল ইসলাম মন্টুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া রিপোর্টের সত্যতা নিশ্চিত করতে বনানী থানা পুলিশ নোটিশের মাধ্যমে রিপোর্টার সাইফুল ইসলাম, সম্পাদক ফারুক আহমেদ তালুকদার ও প্রকাশ গোলাম মোস্তফাকে থানায় তলব করেছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর আজকালের খবরে ‘মিরপুর বিআরটিএ’র হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিন শত কোটি টাকার মালিক’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে গত ৩ ডিসেম্বর ওই সংবাদের প্রতিবাদ লিপিও ছাপা হয়। কিন্তু এরপরেও খান মোহাম্মদ রুহুল আমিন তাদের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন।
এদিকে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা তুলে নেয়ার আহবান জানিয়ে বলেন, এই মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পর একজন দুর্নীতিগ্রস্থ কর্মকর্তার এমন হয়রানিমূলক মামলা, অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টা মাত্র।
উল্লেখ্য, রুহুল আমিনের অনিয়ম দুর্নীতি নিয়ে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে সরকারের এ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা।
এসআর/বাংলা টিভি



