রমজানে অধিক মুনাফালোভীরা যেন মজুদ করতে না পারে: প্রধানমন্ত্রী

রমজান মাসে অনেকেই মজুদ করে মুনাফা লুটতে চায়, সেটা যেন করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি নীতি ও কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে জেলা প্রশাসন। নানা বাধা সত্ত্বেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখায় জেলা প্রশাসকদের প্রশংসা করেন ।
সরকার প্রধান আরও বলেন, দেশের মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। দ্রব্যমূল্য বাড়িয়ে কেউ যাতে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে সে বিষয়ে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশও দেন ।
২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন ও উন্নয়ন প্রকল্প যাতে যথাযথভাবে হয় জেলা প্রশাসকদের তা তদারকি করার কথা বলেন তিনি।
এছাড়া, জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি আর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিভাবকসহ সবাইকে সচেতন করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি/ রাজ



