fbpx
অপরাধবাংলাদেশরাজধানী

চাঁদাবাজির সময় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

রাজধানীর শ্যামপুরে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম জে সোহেল এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- মো. মনির হোসেন (৪২), মো. সানি বেপারী (২৬) ও মো. পারভেজ হোসেন (২৭)। তাদের কাছ থেকে ৫ হাজার ১৬০ টাকা এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্রাক, কাভার্ডভ্যান, লরিসহ বিভিন্ন পরিবহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন বলে জানায় র‌্যাব।

এম জে সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার শ্যামপুরে অভিযান চালিয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে গ্রেপ্তাররা করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button